সব
সুনামগঞ্জের ছাতকে নুরুল অালী (৫১) নামের এক ওয়ারেন্টভুক্ত অাসামীকে গ্রেফতার করে সুনামগঞ্জ কোর্টে সোপর্দ করে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সে উপজেলার জাউয়া ইউনিয়নের পাইগাও গ্রামের মৃত চমক অালীর অালীর ছেলে।
ছাতক থানাধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসঅাই সুজন শ্যাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। সে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে পুলিশ জানিয়েছে।
এব্যাপারে জাওয়া বাজার তদন্ত কেন্দ্রের এসঅাই সুজন শ্যাম অাসামী গ্রেফতার করে কোর্টে সোপর্দ করার বিষয়টা নিশ্চিত করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি