ছাতকের কন্যা লুৎফা বৃটেনে কাউন্সিলর নির্বাচিত

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ মে ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বৃটেনে লোকাল কাউন্সিল নির্বাচনে রেডব্রিজ হেনল্ট এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কন্যা মিসেস লুৎফা রহমান।

বিখ্যাত গ্রীনীচ ইন্যুভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করা এই মেধাবী কন্যা পেশাজিবী হিসেবে স্বনামধন্য। লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় নেতৃত্বের মধ্য দিয়ে এবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ রূপে অভিষিক্ত।

লুৎফা রহমান ছাতকের গোবিন্দগঞ্জের বুড়াইড়গাঁও গ্রামের বৃটেন প্রবাসী হাজী কলমধর আলী সাহেব এর মেয়ে। একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মুহিবুর রহমান মানিক এমপির অাপন ছোট ভাই মিজানুর রহমান হিরু- স্ত্রী লুৎফা রহমান। হিরু বর্তমান ইংল্যান্ডে ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ।

বহির্বিশ্বে বাঙালির এই গৌরব সমাচার জানিয়েছেন – কাউন্সিলর লুৎফা রহমান এর চাচাত ভাই সাবেক ছাত্রনেতা ও শিক্ষক জাহেদ হোসেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি