চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি, জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জকিগঞ্জে- চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন ৷

সোমবার (২০ জুলাই) জকিগঞ্জ উপজেলার ইছামতি (ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় হলে, চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যৌথ উদ্যোগে, জকিগঞ্জের শতাধিক পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয় ৷

এতে সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের সমন্নয়ক ও দায়িত্বশীল বি এন পি নেতা এম এ করিম। সমন্নয়কও দায়িত্বশীল জামাল উদ্দিন লস্ককরের সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মালেক আহমদ, এম এ জি বাবর, নুরুল আমিন চৌধুরী, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিম, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ নজরুল হক তাপাদার, চ্যানেল এস এর সিলেট প্রতিনিধি মঈন উদ্দিন মনজু, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার আহমদ হোসাইন আইমান, মাওলানা আলিম উদ্দিন, মোঃ আব্দুছ ছালাম, মাওলানা শাহীন আহমদ, জুয়েল মাহমুদ, আহমদ আল জামিল, জাকির হোসেন প্রমুখ।

জকিগঞ্জের শতাধিক পরিবারকে চাল, ডাল, তৈল সহ বারটি আইটেমের ছত্রিশ কেজি পরিমান উপহার সামগ্রী প্রদান করা হয় ৷  অতিথি বৃন্দ চ্যানেল এস ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং অতীত ও বর্তমানের মত আর ও সাহায্য সহযোগীতা করার জন্য আহবান জানান ৷

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি