চৌহাট্টায় শিশু নির্যাতন, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর চৌহাট্টায় ৬ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নীপিড়নের অভিযোগে এক যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃত যুবকের নাম রিপন গোয়ারিয়া (২২)। তিনি চৌকিদেখী মালনীছড়া চা বাগান এলাকার লাবন্য গোয়ারিয়ার ছেলে। শনিবার বিকেল ৪টায় তাকে চৌহাট্টার সিংহ বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ৬ বছর বয়সী শিশুকন্যাকে সাথে নিয়ে চৌহাট্টার সিংহবাড়িতে বুয়ার কাজ করতে আসতেন জল্লারপার এলাকার এক নারী। ওই বাড়িতে রিপন নামের লম্পট যুবকও কাজ করতেন। দীর্ঘদিন ধরে শিশুটির মায়ের আড়ালে চকলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে শিশুটির উপর যৌন নীপিড়ন চালাতেন রিপন। শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি আচমকা চিৎকার করলে তার শিশুটির মা এবং আশপাশের লোকজন এগিয়ে এস রিপনের কবল থেকে তাকে উদ্ধার করেন।

এ সময় স্থানীয়রা কোতয়ালি থানা পুলিশকে খবর দিলে ওসি এস এম আবু ফরহাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিপনকে আটক করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, শিশু নির্যাতনের মতো ঘৃণিত কাজের সাথে যে বা যারা জড়িত থাকবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জনসাধারণকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন, আমরা রিপন নামে একজনকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি