চৌহাট্টায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৭ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাফি আহমদ (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। সে হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। এছাড়াও এ ঘটনায় শাহ আলম (২০) নামের আরেকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা ইট বোঝাই ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩ জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।

স্থানীয়রা জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন এবং ঘাতক ট্রাকও এই সড়ক দিয়ে যাওয়ার পথে। এসময় মোটরসাইকেল (সিলেট হ-১২-৮৯১৯) ট্রাকেটিকে অতিক্রম করতে চাইলে ট্রাকের সাথে ধাক্কা লাগায় তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় মোটরসাইকেলও দুমড়ে মুছড়ে যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি