সব
গোলাপগঞ্জ উপজেলার ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মানোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়াম্যান মো. মোস্তাক আহমদ বলেছেন, আমি ইউনিয়নবাসীর সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হলে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৬ ডিসেম্বর আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি আহবান জানান।
শুক্রবার রাত সাড়ে ৭টায় উত্তর বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারে নির্বাচনী শেষ জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট সিলেটের সাবেক ট্রাস্টি ও সমাজসেবী নেহার রঞ্জন দাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল আহমদ, বাদেপাশা ইউনিয়নের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম দিলু, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলী হোসাইন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, মহানগর ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালিক সাফলু, যুবলীগ নেতা তারেক আহমদ, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলিম উদ্দিন, যুবলীগ নেতা লালন আহমদ, মহানগর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রলীগ নেতা পাবেল আহমদ, যুবলীগ নেতা জ্যোতিষ দাস, সাবেক ছাত্রলীগ নেতা স্বপন আহমেদ, যুবের আহমদ, রাজিব আহমেদ, শামসুল ইসলাম সমছ, আলিমুদ্দিন পাপলু, সত্যজিৎ দাস, যুবলীগ নেতা পারভেজ আহমদ, নাজিম আহমদ, আনোয়ার হোসেন, রুবেল দাস, যিষ্ণু দাস, পাবলু আহমদ, মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা সাদেক আহমদ রায়হান, ছুটু মিয়া, ফখরুল ইসলাম, লুৎফুর রহমান ছাত্রলীগ নেতা তাহের আহমদ, লিক্সন দাস, জগবন্ধু দাস,ঝন্টু দাস, রজত দাস, আশিষ দাস, প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি