চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে সরকারি গম উদ্ধার

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২০, ৪:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

নাটোরের ছাতনী ইউনিয়নের চেয়ারম্যানের আত্মীয়ের বাড়ি থেকে ১৮৪ বস্তা সরকারি গম উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল সরকারের আত্মীয় মৃত রুহুল আমিনের ছেলে কুরবান আলীর বাড়ি থেকে এই গম উদ্ধার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের চেয়ারম্যান তোফাজ্জল সরকারের আত্মীয় কুরবান আলীর বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘরে মজুত করা অবস্থায় সরকারি ১৮৪ বস্তা গম পাওয়া যায়। কুরবান আলী বলেছেন গমগুলি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের। তার বাড়িতে রাখতে বলেছেন।

উদ্ধারকৃত এসব গম কার এবং কেন এখানে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

চেয়ারম্যান তোফাজ্জল সরকারকে আটকের বিষয়টি পুলিশ স্বীকার না করলেও এলাকাবাসী জানায়, পুলিশের একটা গাড়ীতে করে তাকে নাটোরে শহরের দিকে নিয়ে গেছে।

সদর থানার ওসি বলেন, কাগজপত্র দেখানোর জন্য চেয়ারম্যান ও ইউপি মেম্বার থানায় রয়েছে। সেগুলো যাচাই বাছাই চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি