চেম্বার নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ৪:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৩ সেশনে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর ধোপাদিঘীরপাড়ের ইউনাইটেড সেন্টারে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হয় ভোটগ্রহণ। এসময় নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা পরিণত হয়েছিলো সিলেট জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের মিলনমেলায়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

পরে কিছুসময় বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা। গণনার সময় চরম নাটকীয়তা শুরু হয়। অন্যান্যবার যেখানে রাত ১১টার মধ্যেই ফলাফল ঘোষিত হয়, এবার তার ব্যতিক্রম হয়েছে। প্রায় সাড়ে ৩টা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। এতে ব্যবসায়ীদের অনেকেই চরম ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল। একই সাথে বাজিমাত করেছেন তার প্যানেল ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’র আরও ১০ প্রার্থী। অন্যদিকে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে পরিচালক পদে ভোটে বিজয়ী হয়েছেন ৭ জন। আর এই পরিষদ থেকে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক (ট্রেড ও গ্রুপ ক্যাটাগরিতে) বিজয়ী হয়েছেন।

বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। এসময় বোর্ডের অন্য দুই সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট এম. শহীদুল ইসলাম এবং দুই সদস্য অ্যাডভোকেট দিলীপ কুমার কর ও মো. আতিকুর রহমান শাহীনও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ, তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

রাত ৩টা ১০মিনিটে শেষ হয় অর্ডিনারি ক্যাটাগরির ভোট গণনা। এরপরই সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হয়। অর্ডিনারি ক্যাটাগরিতে মোট দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ২৮ জন। এদের মধ্যে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ী ১২ জন হচ্ছেন সিলেট ব্যবসায়ী পরিষদের হুমায়ূন আহমদ (৯৫১ ভোট), জহিরুল কবির চৌধুরী (৮৬৭ ভোট), মো. নজরুল ইসলাম বাবুল (৬৫৩ ভোট), আলীমুল এহছান চৌধুরী (৭৩২ ভোট), খন্দকার ইসরার আহমদ রকি (৭৯৬ ভোট), মো. আব্দুস সামাদ (৬৮৮ ভোট), ফাহিম আহমদ চৌধুরী (৮৫৯ ভোট), মো. আব্দুর রহমান জামিল (৬৫০ ভোট) ও দেবাংশু দাস মিঠু (৬৮৪ ভোট)। অন্যদিকে একই ক্যাটাগরিতে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে বিজয়ীরা হলেন হলেন ফালাহ উদ্দিন আলী আহমদ (৭১৩ ভোট), মুশফিক জায়গীদার (৬৫৩ ভোট), ফখর উছ সালেহীন নাহিয়ান (৭০৮ ভোট)।
এর আগে রাত ১১টায় শেষ হয় অ্যাসোসিয়েট ক্যাটাগরির ভোট গণনা। দুটি প্যানেলে মোট ১২ জন প্রার্থীর মধ্যে এই ক্যাটাগরিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ৪ জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদের ২ প্রার্থী পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হচ্ছেন তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মিন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব (৬১২ ভোট), কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট)। অন্যদিকে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন জিয়াউল হক (৫৭০ ভোট) এবং সরোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট)।

ট্রেড ও গ্রুপ ক্যাটাগরিতে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন। তারা হলেন ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আমিনুর রহমান। এ দুই ক্যাটাগরিতে ৪টি পরিচালক পদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এই ৪ জনই প্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচনে ২২টি পরিচালক পদে ৪টি ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন ৪৪ জন। এদের মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১ জন প্রার্থী ছিলেন। নির্বাচনে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন নির্বাচিত হলেন। ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি