চুয়াডাঙ্গায় বাসচাপায় নিহত ৫

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২০, ৫:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ঢাকাগামী নৈশকোচ রয়্যাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভান্ডাদুয়া গ্রামের নিতাই হালদারের ছেলে ষষ্টি হালদার (৪০), খাড়াগুদা গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে মিলন হোসেন (৩০), তিতুদহ গ্রামের পিয়াস আলীর ছেলে রাজু আহমেদ (৩৫), একই গ্রামের লুতা মন্ডলের ছেলে সোহাগ হোসেন (২৮), এবং রহিম মন্ডলের ছেলে শরিফ হোসেন (৪০)। নিহতরা আলমসাধু, পাখিভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবু জিহাদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত নসিমন, করিমন চালকদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও ২ জন মারা যান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি