চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক প্রত্যাহার

প্রতিনিধি, চুনারুঘাট;
  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, ওসি শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

তবে ঠিক কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কোন কিছু জানান নি পুলিশ সুপার।

এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, ওসি শেখ নাজমুল হক আজমিরীগঞ্জ থানায় দায়িত্বকালীন সময়ে একটি মামলা সংক্রান্ত ঘটনা নিয়েই তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চুনারুঘাটেও দায়িত্বকালীন থাকা সময়ে নানান অভিযোগ উঠে ওসি’র বিরুদ্ধে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি