সব
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানের টিলা থেকে ঝড়ে পড়া গাছ ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় সাতছড়ি জাতীয় উদ্যানে গেলে এ দৃশ্য চোখে পড়ে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যানে প্রায় অর্ধ মাস ধরে পড়ে থাকা এই গাছ যানবাহনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ডাকাতির পাশাপাশি যেকোনো সময় সড়কের এ স্থানে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ট্রাকচালক রহমত আলী বলেন, ১৫/২০ দিন আগে ঝড়ে বিশাল একটি গাছ জাতীয় উদ্যানের টিলা থেকে রাস্তায় পড়ে যায়। চোরের দল গাছের আগার ডাল পালা নিয়ে গেলেও গাছের বিশাল গোড়া নিতে পারেনি। গাছের গোঁড়াটি ১৫ দিন ধরে মহাসড়কে পড়ে আছে। বন বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ এখান থেকে গাছটি সরানোর উদ্যোগ নিচ্ছে না।
এ বিষয়ে সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালিব হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, গাছটি সরানোর ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি