চিরকুট লিখে ট্রেন থেকে লাফ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ জুন ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

ফেঞ্চুগঞ্জে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে রিনা পাল (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। নিহত রিনা পালের বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় মাইজগাঁও রেলস্টেশনে পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আত্মহত্যার একটি চিরকুট উদ্ধার করেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। পরে ডান পা কাটা গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার বলেন, চিরকুটের লেখা পড়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি