সব
সিলেটের জৈন্তাপুরে উপজেলায় সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্টিত হয়েছে।
৩০ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় চিকনাগুল ইউনিয়ন পরিষদ মিলোনায়েতনে চিকনাগুল ইউনিয়নের সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
জিসিডিও শামছুন্নাহার কনার পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার, প্রধান অতিথি হিসেবে পস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাইয়ুম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ভানু চন্দ্র নাথ, সহকারী স্বাস্থ্য পরিদশক সুনীল চন্দ্র নাথ, পরিবার পরিকল্পনা পরির্দশক জসীম উদ্দিন, ইউনিয়ন লাইভস্টোক ফিল্ড ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন ও ইউপি সদস্যবৃন্দ।
উপজেলা সমন্বয়কারী এ পর্যন্ত সূচনা প্রকল্প থেকে উপকারভোগী পর্যায়ে যে সকল সহযোগিতা প্রদান করা হয়েছে তার সচিত্র প্রতিবেদন ও একটি কপি চেয়ারম্যান বরাবর হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রশীদ বলেন সূচনা প্রকল্প কাছে চিকনাগুল ইউনিয়নবাসী কৃতজ্ঞ। কেননা সূচনা প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। সূচনার প্রশিক্ষণ, হাস, মুরগী, ছাগল, ভেড়া, মুদি দোকান, সেলাই মেশিন, কাপড় ব্যবসা। করোনাকালীন সময়ে ৩০৫ জন উপকারভোগীকে ৪হাজার টাকা মূল্যের উপকরণ প্রদান করা হয়। এছাড়াও দেড় হাজার টাকা করে বিকাশ প্রদান করা হয়েছে। প্রধান অতিথির পক্ষ থেকে সূচনা প্রকল্পকে একটি ধন্যবাদ পত্র প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি