সব
সিলেট নগরীতে বসা অবৈধ পশুর হাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় নগরীর চালিবন্দর এলাকা থেকে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া।
অভিযানকালে কোরবানির পশু নিয়ে হাটে বসা ব্যবসায়ীদের তুলে দেয়ার পাশাপাশি ফের না বসার জন্য অনুরোধ জানায় পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন- কোতয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টু আইসি হাসান উদ্দিন, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ বিমল চন্দ্র দে, এসআই কামরুল হুদা নাঈম, এএসআই সাজ্জাদসহ পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন- ‘দুপুরে আমি নিজে এসে চালিবন্দরের অবৈধ পশুর হাটে আসা ব্যবসায়ীদের চলে যেতে অনুরোধ করি। তারপর সন্ধ্যায় থানার একাধিক টিম পাঠানো হয় তাদেরকে তুলে দেয়ার জন্য। রাতে এসেও তাদেরকে এ হাটে না বসার অনুরোধ করা হয়। এছাড়া রাতের মধ্যে তাদেরকে কোরবানির পশু নিয়ে বৈধ হাটে চলে যেতে বলা হয়।’
এছাড়া সরকারি পশুর হাট ছাড়া কোথাও অবৈধ পশুর হাট বসতে দেবেন না বলে জানান ওসি সেলিম মিয়া।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি