চারুবাকের দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মানুষ হই, আলোকিত হই, সুর ও ছন্দে বিকশত হই এ শিরোনামে সিলেটে চারুবাকের দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট নগরীর পুলিশ লাইন্স স্কুলে এ উৎসব উপলক্ষে শোভাযাত্রা, জাতীয় সংগীত, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়েছে।

চারুবাকের প্রতিষ্ঠাতা পরিচালক জ্যোতি ভট্টাচার্যের সভাপতিত্বে ও নিরঞ্জন দে জাদুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি হেডকোর্য়াটার) কামরুল আমীন, সিলেট জেলা উদিচীর সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী, শিক্ষাবীদ ও গবেষক আবুল ফতে ফাত্তাহ, সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবোতোষ রায় বর্মণ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ কর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলের সহযোগী অধ্যাপক অর্চনা দেব, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি