সব
সিলেট নগরীতে চাঞ্চল্যকর ক্লু-লেস কুলসুমা আক্তার ফাতেমা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহযোগীতায় ও গোপন সংবাদের ভিত্তিতে অফিসার- ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা এর সার্বিক তত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আব্দুল বাতেন ভূইয়া ও এসআই মো: দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা মিরপুর-৬ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সে কোতোয়ালী থানার আমজাদ আলী রোড (ভাসমান) এর জিনু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫)।
এরআগে গত ২৪/১১/২০১৯ইং সন্ধ্যা অনুমান ৬টা থেকে ২৫/১১/২০১৯ইং রাত ১১টার মধ্যবর্তী যে কোন সময় কোতোয়ালীর থানার তোপখানা এলাকায় সুরমা নদীর তীরে ফুটপাতের রেলিংয়ের নিচে কুলসুমা আক্তার ফাতেমাকে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং অজ্ঞাতনামা আসামীর মামলা (নং-৬২/২৬.১১.২০১৯) দায়ের করা হয়।
এপ্রেক্ষিতেই অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি