চাঁদাবাজী মামলায় হিরণ মাহমুদ নিপু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) হিরণ মাহমুদ নিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সন্ধ্যায় নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে শাহপরাণ থানাধীন ফোকাস আ/এ উত্তর বালুচর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান। তিনি বলেন, নিপুর বিরুদ্ধে চাঁদাবাজীর মামলার পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমেরও অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি