চলন্ত মোটরসাইকেলে প্রাণ গেলো চা শ্রমিক নেতার

মাধবপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার সময় বকুল পানতাতী (৫০) নামের এক চা শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুরমা চা-বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতী’র পুত্র ও সুরমা চা-বাগানের সাবেক পঞ্চায়েত।

লস্করপুর ভ্যালির সভাপতি রবিন্দ্র গৌড় জানান, বুধবার (৬ অক্টোবর) সকালে বকুল পানতাতী সাতছড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে তিনি সেখান থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে আসার পর মোটরসাইকেল চলন্ত অবস্থায় তার আকস্মিক মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি