চট্টগ্রামে বস্তিতে আগুন, ২ জনের মরদেহ উদ্ধার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

চট্টগ্রামের নগরীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানার ইস্পাহানি গেটসংলগ্ন আজমনগর বস্তিতে আগুন লাগে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমদ রাত পৌনে ৯টায় বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপিত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

তিনি আরও বলেন, দগ্ধ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশু ও অন্যজন বয়স্ক লোক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, বস্তিটিতে আধাপাকা ও কাঁচা বসতঘর রয়েছে। এর মধ্যে কয়েকটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি