ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের বিক্ষোভ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩, ৭:০৪ অপরাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। ঘোষিত মজুরিতে অসন্তোষ প্রকাশ করে আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ চেষ্টা করে । প্রথমে কার্ড পাঞ্চ করে অফিসে ঢুকলেও কিছুক্ষণ পরই রাস্তায় নেমে আসলে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়।

এ ছাড়া আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে শ্রমিকেরা জড়ো হলে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ জানায়, আজ বুধবার (৮ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় আসেন। অধিকাংশ কারখানায় কাজ শুরু করেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। এ সকল কারখানার মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা নিজে থেকেই বের হয়ে যান।কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।

জামগড়া এলাকার হলিউড গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের এক শ্রমিক বলেন, মজুরি যতটুকু বাড়ানো হয়েছে এটা অযৌক্তিক। এটা আমরা মানি না। বেতন বাড়াতে হবে। এই বেতনে আমরা কাজ করব না।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কারখানায় এলেও অধিকাংশ ফ্লোরে কাজ বন্ধ রাখেন তারা। বেলা ১১টার দিকে কিছু শ্রমিক বাইরে বের হয়ে কারখানা চত্বরে জড়ো হলে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার কিছুক্ষণ পর ওই এলাকায় শ্রমিকরা কারখানার সামনের আব্দুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে জড়ো হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ দিকে বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আড়াইটার দিকে নরসিংহপুর এলাকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে আবারও জড়ো হতে থাকেন শ্রমিকরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, প্রতিদিনের মতো আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে অনেক কারখানা ছুটি দেওয়া হয়। পরে শ্রমিকরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ চেষ্টা করলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি