সব
রাস্তায় পাশেই জীবন যাপন করছেন মাঝবয়সী বিউটি। নিজের জীবন নিয়েই সে আজ অসহায়। সামান্য খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত বাড়িয়ে জীবন চলে বিউটির।
বিউটি বলেন- ‘আমি অসহায় আমার কেউ নেই, তাই আমি রাস্তার পাশে থাকি। আমার একটা বাসার জন্য সরকারের কাছে আবেদন জানাই। আমার বাড়ি বরিশালে ছিলো কিন্তু এখন নাই। তাই সেখান থেকে চলে আসি সিলেটে রাস্তার ধারে আমার জীবন পার করতেছি।’
ছবিগুলো সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনী রোডের সামনে থেকে রাত ১২টায় তুলা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি