গোয়াইনঘাট স্কুল শিক্ষক কিডনি রোগে আক্রান্ত,সহযোগীতার আহ্বান

কে.এ.রাহাত, গোয়াইনঘাট;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ৬:১২ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানী র একটি মেডিকেল চিকিৎসাধীন আছেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য প্রায় ৩০লক্ষ টাকার প্রয়োজন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াতে এতবড় একটা ব্যয়বহুল চিকিৎসার টাকা জুগাড় করতে পরিবারের সদস্যরা হিমশিম খাচ্ছেন। দেশ বিদেশ ও সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে তার চিকিৎসা করানো সম্ভব। মানুষ গড়ার কারিগর স্কুল শিক্ষক আব্দুল্লাহ গোয়াইনঘাট র লেঙুড়া ইউনিয়নের গুরুকচি গ্রামের কলিমুল্লাহ র ছেলে। তিনি দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান গতকাল নিজ তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা চিকিৎসার জন্য দিয়েছন। দেশ-বিদেশের সকলের প্রতি আকুল আবেদন করে আব্দুল মান্নান বলেন, মানুষ মানুষের জন্য, আমরা একটু সহযোগীতার হাতবাড়ালে স্কুল শিক্ষক আব্দুল্লাহ র চিকিৎসা করানো কোন কঠিন কিছুনা। আমরা সবাই একটু মানবতার হাত বাড়াই,আব্দুল্লার জীবন বাচানোর জন্য মাবুদের দরবারে দোয়া চাই। বিকাশ নাম্বার -01315567651-একাউন্ট নাম্বার -1901510127910

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি