গোয়াইনঘাট থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১২:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কামাল উদ্দিন ও নুরুল হক নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম খানের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১০টায় নন্দীরগাঁও গ্রামের আজমান আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মদসহ গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কামাল উদ্দিন এবং নোয়াগাঁও গ্রামের আলখাস আলীর ছেলে নুরুল হককে আটক করা হয়। আটকের পর তাদের গোয়াইটঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম খান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি