গোয়াইনঘাটে ৩শ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি,গোয়াইনঘাট ;
  • প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ৭:১১ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার  (১৮ জুলাই) ভোররাতে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বগাইয়া গ্রাম থেকে ৩শ পিছ ইয়াবাসহ মোঃ আবুল হাসেম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আবুলল হাশেম বগাইয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

গোয়াইনঘাট থানার এসআই মোঃ আতিকুজ্জামান জুনেল, এসআই দেবজিৎ দাস ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে ৩০০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। তিনি বলেন সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আজ ৩০০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আবুল হাসেমকে আটক করা হয়। মাদকমুক্ত গোয়াইনঘাট উপজেলা গড়তে সর্বস্তরের জনসাধারণকে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান থানা তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি