সব
গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে আজিম উদ্দিন (২৭) হত্যা মামলার অন্যতম আসামী শাহীন মিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ পান্তুমাই এলাকার বসু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই যীশু দত্তের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঢাকার গাজীপুর চৌরাস্তার ফ্রেশ গেস্ট হাউজ, বাসান থানা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে আজিম হত্যা মামলার অন্যতম আসামী শাহীন মিয়াকে গ্রেপ্তার করেন।
আজিম হত্যা মামলার আসামী শাহীন মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনায় গোয়াইনঘাটে আজিম হত্যা মামলার অন্যতম আসামী শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি