গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা সভায় মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদ তার পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসাবে আজ রবিবার সকালে সিলেট সার্কিট হাউস থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল সাড়ে ৯টায় গোয়াইনঘাট ডিগ্রী কলেজ পরিদর্শন করেন, পরিদর্শন কালে মন্ত্রী বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ৷

মন্ত্রী দুপুর ১২টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও গোয়াইনঘাট আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে স্কূলের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন, পরবর্তীতে তিনি মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ প্রকল্প উপজেলা মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন এবং আগামি ১লা ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন ৷

রোববার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় গোয়াইনঘাট উপজেলা পুরাতন হলরুমে শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ৷

এসময় মন্ত্রী পূজারীগণ যাতে সুন্দর সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে পূজা পালন করতে পারেন সে জন্য উপস্থিত নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনির প্রতি সতর্ক থাকার ও বিশেষ নজর রাখার নির্দেশ প্রদান করেন ৷

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,এই উৎসব যাতে উৎসবমুখর পরিবেশ সম্পন্ন হয়, সেই কামনাও করেন তিনি। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি একে এম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুৃমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ, গোয়াইনঘাট উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন প্রমুখ।

এ ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, উপজেলা পরিষদ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক শিক্ষার্থী সমাবেশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি