গোয়াইনঘাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ জুন ২০২১, ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত তামিম মিয়া গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের নুরুল আমিন ওরফে কটাই’র ছেলে।

বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় তামিম। এ সময় আকস্মিক বজ্রাপাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি