গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মদ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পান্তুমাই টিক্কারচর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামের এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৮ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে মদের চালান নিয়ে আসা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ও মাসুম এবং এএসআই মশিউরসহ পুলিশের একটি দল পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই টিক্কার চর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ২৬৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মহোদয়ের নির্দেশে গোয়াইনঘাট থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি