গোয়াইনঘাটে বিএনপি’র আহবায়ক কমিটির মিলাদ ও দোয়া মাহফিল

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোয়াইনঘাট উপজেলা শাখার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মরহুম মোস্তাক আহমদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পহেলা অক্টোবর  দুপুর ১২ টায় স্থানীয় ফতেপুর বাজার মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনার শুরুতেই সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাবেক গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী মরহুম মোস্তাক আহমদ সহ উপজেলার সকল মূর্দেগানের ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল মতিন, জসিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহপরান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খালেদ আহমদ চেয়ারম্যান, খলিক আহমেদ, ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ নাজিম উদ্দীন, সদস্য মীর হোসেন আমির মেম্বার ,বদরুল আলম মেম্বার, সোয়াব আলী মেম্বার, এখলাস উদ্দিন মেম্বার, লোকমান উদ্দিন মেম্বার, বিলাল মুন্সি, জিয়াউল হক আলাল, মইন উদ্দিন, সাখাওয়াত হোসেন মাইকেল কামাল উদ্দিন, , আং রহিম, যুবদল নেতা জাকারিয়া রব্বানী, যুগ্ন আহবায়ক হারুন রশীদ, মোশাররফ হোসেন, কামাল উদ্দিন, আব্দুল্লাহ, সুহেল আহমেদ, আতিক উদ্দিন, ফয়জুল করিম শিকদার, নাছির উদ্দিন, আং আলী ছাত্র দল নেতা গিয়াস রানা প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি