সব
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাটে ফের বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চলের পাঁচ শতাধিক হেক্টর জমির বোনা আমন। তলিয়ে গেছে আমন ধানের বীজতলাসহ সবজি ক্ষেতও। অবেলায় আবারও বন্যা দেখা দেয়ায় কৃষকের যেন মাথায় হাত পড়েছে। রোপায়িত জমির বোনা আমন ধান নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। নতুন করে ধানের চারা রোপণের সময়ও প্রায় শেষ। কাজেই এ যাত্রায় যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে, তাদের আর কোন উপায় থাকবে না।
নতুন করে বন্যার পানিতে জমির ফসল তলিয়ে যাওয়ায় নানা শঙ্কায় দিন কাটছে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর গ্রামের বাসিন্দা কৃষক মো. জহুর উদ্দিনের। এই প্রতিবেদকের সাথে আলাপকালে নানা শঙ্কা প্রকাশ করে তিনি জানান, এ যাবত কালে এমন দুর্যোগ তিনি কখনোই দেখেননি। এ বছর যতবার বন্যা হয়েছে, আর বন্যায় তলিয়ে গিয়ে ফসল নষ্ট হয়েছে এমন নজির এর আগে খুব কমই দেখেছেন তিনি। এর উদাহরণ হিসেবে তিনি বলেন, গত কয়েক দফা বন্যায় তার আমন ধানের বীজতলা থেকে শুরু করে বোনা আমন নষ্ট হয়েছে একাধিকবার। তারপরও গেল কয়েকদিন আগে সাড়ে তিন হাজার টাকা দিয়ে এক বিঘা পরিমাণ জমির জন্য (তেত্রিশ শতাংশ) ধানের চারা কিনে তা রোপন করেছেন তিনি। কিন্তু নতুন করে বন্যা দেখা দেয়ায় সেই ফসলও এখন পানিতে তলিয়ে গেছে। শেষ রক্ষা হবে কিনা এনিয়ে শঙ্কায় দিন কাটছে তার। শুধু জহুর উদ্দিনই নন, নতুন করে জমির ফসল তলিয়ে যাওয়ায় তার মত শঙ্কায় দিন কাটছে একই এলাকার কৃষক মজিবুর রহমান, কামাল হোসন, মোশারফ মিয়া, বাদশা মিয়াসহ প্রায় শতাধিক কৃষকের।
খোঁজ নিয়ে জানা যায়, টানা কয়কে দিনের ভারী বর্ষণ এবং ডাউকি, পিয়াইন ও সারী নদী দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বুধবার থেকে গোয়াইনঘাটের নিম্নাঞ্চলগুলোতে বন্যার পানি বৃদ্ধি পেতে থাকে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত যা বৃদ্ধি পেয়ে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসাম পাড়া, আসাম পাড়া হাওর, ছৈলাখেল অষ্টম খন্ড (আংশিক এলাকা) নবম খন্ড, সানকি ভাঙ্গা হাওর, নয়াগাঙের পার, বাউরবাগ হাওর, ভিত্রিখেল হাওর, আলীরগাঁও ইউনিয়নের নাইন্দার হাওর, তিতকুল্লি হাওর, বুধিগাঁও হাওর, রাজবাড়ি কান্দি গ্রামসহ পশ্চিম জাফলং, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। এতে করে কৃষকের বোনা আমন ও আমন ধানের বীজতলা এবং সবজি ক্ষেতসহ প্রায় পাঁচ শতাধিক হেক্টরের বেশি জমির ফসল পানিতে তলিয়ে যায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী জানান, পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে আজ দুপুর পর্যন্ত প্রায় ৫০০ হেক্টর বোনা আমন তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। তবে বন্যা পরিস্থিতির অবনতি হলে এর পরিমান আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে। আর যদি বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হয় তাহলে, তলিয়ে যাওয়া ফসলের তেমন কোন ক্ষয়-ক্ষতি হবেনা বলে তিনি জানিয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি