সব
পবিত্র ঈদুল আযহা উপলক্কে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে সিলেটের গোয়াইনঘাট র ডৌবাড়ী ইউনিয়নের ৩শ ২৮টি পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও চলমান প্রানঘাতি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিতরন করা হয়েছে ৪৫ হাজার টাকার সুরক্ষা সামগ্রীও। সুরক্ষা সামগ্রীতে রয়েছে সার্জিক্যাল মাস্ক, ব্লেচিং পাউডার,হাত ধোয়ার সাবান।
২৭শে জুলাই রবিবার দুপুরে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বন্যার্ত ও অসহায় ৩ শ”২৮ টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও ২০ পেকেট শুকনা খাবার বিতরন করা হয়েছে। এতে উপস্তিত ছিলেন গোয়াইনঘাটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা (ট্যাগ অফিসার) আব্দূল্লা আল জাবির, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বশির উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ইউপি সদস্য তৈয়বুর রহমান, জয়নাল আবদিন, হাবিজ উল্লাহ, বিমল চক্রবর্তী, কাওসার আহমদ, হাফিজ মুতাহির রহমান, আওয়ামীলীগ নেতা বিকাশ দাস, যুবলীগ নেতা ঈসমাইল হোসেন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান,প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি