সব
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ মো. সালমান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ রামনগর এলাকার মৃত আজিদ আলীর ছেলে।
রোববার (৯ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আতিক উজ জামান জুনেল ও এএসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ কুনকিরি ফারুক আহমদ উচ্চ বিদালয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
গোয়াইনঘাট থানাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি