গোলাপগঞ্জে ৩য় বারের মত বিজয়ী রুহিন, এলাকায় মিষ্টি বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

টানা ৩য় বার গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন রুহিন আহমদ। প্রথমে মেয়র হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়ায় পরে কাউন্সিলর হিসেবেই নির্বাচন করেন তিনি। নির্বাচনের পরই ভোটারদের স্মরণ করেছেন রুহিন। মিষ্টিমুখ করাতে ভ্যানগাড়িতে করে গ্রামে গ্রামে নিয়ে গেলেন মিষ্টি। ভাবতেই পারেন অবশ্যই চালকের আসনে তিনি থাকার কথা না। কিন্তু বাস্তবতা হলো, রুহিন নিজেই চালালেন ভ্যান। যদিও স্থানীয়রা কানাঘুষা করছেন ‘ভিন্ন এক কৌশলে রুহিন। এটি আলোচনায় এনে দিতে পারে তাঁকে।’

মঙ্গলবার দুপুরে বিজয়ের খুশিতে নিজেই মিষ্টি বুঝাই ভ্যান চালিয়ে ওয়ার্ডবাসীর প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন। ভ্যান গাড়ি চালিয়ে মিষ্টি বিতরণের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গোটা উপজেলায় শুরু হয় আলোচনা। ছবি নিয়ে যেমন আছে প্রশংসা তেমনই প্রচারণায় আসতেই এটি নতুন এক কৌশল হিসেবেও মন্তব্য করছেন অনেকে।

মিষ্টি বিতরণের বিষয় নিয়ে প্রশংসা থাকলেও ভ্যান চালকের আসনে রুহিন নিজে থাকার বিষয়টি নিয়ে চলছে মুখরোচক সমালোচনা। তবে প্রশংসাও করছেন অনেকেই।

আর রুহিন আহমদ খান এটিকে আনন্দ ভাগাভাগির অংশ হিসেবেই দেখছেন। তিনি বলেন, এ বিজয় আমার ওয়ার্ডবাসীর। তারা আমাকে এনিয়ে তিনবার নির্বাচনে বিজয়ী করেছে। তাই আমি বিজয়ের আনন্দ ভোটারদের সাথে উপভোগ করতে মিষ্টি নিয়ে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পানির বোতল প্রতীক নিয়ে ৬ শত ৩১ ভোট পেয়ে বিপুল ভোট নির্বাচিত হন রুহিন আহমদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান গাজর প্রতীক নিয়ে পান ৩শত ১৮ ভোট।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি