গোলাপগঞ্জে হাইড্রোলিক হর্ন বন্ধে পুলিশের অভিযান

প্রতিনিধি,গোলাপগঞ্জ ;
  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

গোলাপগঞ্জে শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ ছোট-বড় প্রায় অর্ধশতাধিক গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়।

এসময় গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক সার্জেন্ট বিশ্বজিৎ সামন্তের পরিচালনায় গোলাপগঞ্জ মডেল থানার দায়িত্ব পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

বিশ্বজিৎ সামন্ত বলেন, সব ধরণের ছোট-বড় প্রায় ৫০ টির উপরে গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, শব্দ দূষণ প্রতিরোধে গাড়ি থেকে এই ধরণের হর্ন অপসারণ করা হয়েছে৷ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি