সব
সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নওয়াগাও রাস্তার গেইটের সামনে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন মহিলাসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জৈন্তাপুর উপজেলার বটেশ্বর এলাকার জালাল উদ্দিন (৫০), তাঁর স্ত্রী রোশনা বেগম (৪০), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার লিটন আহমদ (২৭) এবং বাকী ২ জনের নাম পরিচয় জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কায়স্থগ্রাম-নওয়াগাও রাস্তার গেইটের সামনে একটি পিকআপ ও নম্বরবিহীন একটি অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাকী ২ জন অন্যত্র চিকিৎসা গ্রহণ করেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সড়ক দূর্ঘটনায় ৫জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি