সব
গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৫ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক জাহেদ আহমদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে সিলেট নগরীর বন্দর বাজার এলাকার একটি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাস চালক বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
তার বিরুদ্ধে ঘটনার পর দিন (৩০আগস্ট) রোববার গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী ঘাতক বাস চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শনিবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার ওয়াসিমা সেন্টারের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি