সব
গোলাপগঞ্জের তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের ৫ম বছর পূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।ফোরামের উপদেষ্টা নাজমুন নাহিদের সভাপতিত্বে এবং সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক ডি.এইচ.মান্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র রাবেল বলেন, গোলাপগঞ্জ যারা সামাজিক কাজ করেন তার মধ্যে স্টুডেন্ট’স ফোরাম অন্যতম। বর্তমান সময়ে তরুণ প্রজন্মেকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। দেশের সার্বিক উন্নয়নের তরুণ প্রজন্মেকে ঐক্য বদ্ধভাবে সরকারের পাশাপাশি সামাজিক কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনো, চেইজ বিগেইনস এর প্রতিষ্টাতা সভাপতি শাকিল জামান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠা সভাপতি আফজাল হোসেন সুহেল, বিডি ক্লিনের সিলেট বিভাগীয় সমন্বক যোবায়ের সাইফুল্লাহ, গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আহবায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব সাবের হোসেন নয়ন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সভাপতি ফাহমি আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সেচ্ছসেবক পাঠশালা সভাপতি রুবেল আহমেদ, স্টুডেন্ট’স ফোরামের সাংগঠনিক সম্পাদক সাজন আহমদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি