সব
গোলাপগঞ্জ দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে দিকে গোলাপগঞ্জ- ভাদেশ্বর রোডের ঢাকাদক্ষিণ ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মুক্তার হোসেন (২২), আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের মতিউর রহমান (৩৮)। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ থেকে ঢাকাদক্ষিণগামী একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা ৩ জন যাত্রী আহত হন।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনূর রশিদ চৌধুরী বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি