গোলাপগঞ্জে শিশুসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধি,গোলাপগঞ্জ ;
  • প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ৭:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৯ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ৯ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন আক্রান্ত ৯ জন হলেন, বুধবারিবাজার ইউনিয়নের কালিজুড়ি গ্রামের আব্দুল ওয়াহিদ (৩০), শামছুন্নাহার বেগম (৭৩), তানিশা জান্নাত চৌধুরী (৪), বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের আবু আহমদ (২২), সারজান আহমদ (৪৪), হাজিপুর শুকনা এলাকার কাওছার আহমদ (৩৪), ফুলবাড়ি ইউনিয়নের নাজমুন নাহার চৌধুরী(৮৫), লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের লাবু আক্তার চৌধুরী(৪৫), ও গুহাশ উদ্দিন(৭০) নামের একজনের ঠিকানা পাওয়া যায়নি।

এদিকে এনিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৩ জন এবং মারা গেছেন ৯ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি