গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ একজন আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোলাপগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২১ হাজার শলাকা নাসির বিড়ি ও নগদ ৪০ হাজার ১শ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে আবজাল হুসেন (৩৮)।

আজ রোববার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পুরকায়স্থ বাজারের উত্তরপাশে আপন চা-স্টলের সামনে থেকে বিড়ি বিক্রি করার সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মডেল থানার এসআই (নিরস্ত্র) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে এএসআই মো. ইউসুফ আলী ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পুরকায়স্থ বাজার এলাকায় এক ব্যক্তি আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি বিক্রি করছেন। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার ওসি’র নির্দেশে সেখানে অভিযান চালিয়ে নাসির বিড়ি ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি