সব
গোলাপগঞ্জে জলাশয়ে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই বোন সাবিয়া (৭) ও কল্পনা (৫) ফতেহপুর (বন্দরপাড়া) গ্রামের রিপন আহমদের কন্যা।
জানা যায়, রিপন আহমদের দুই শিশু কন্যা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে জলাশয়ে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখেন। পরে তৎক্ষনাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি