গোলাপগঞ্জে বিদেশ যাত্রীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধি, গোলাপগঞ্জ ;
  • প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ৬:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের গোলাপগঞ্জে নতুন করে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার  ২১ জুলাই রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় এই ৫ জনের নমুনা সংগ্রহ করে ২০ ও ২১ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন আক্রান্ত ৫ জন হলেন, লক্ষীপাশা ইউনিয়নের সায়মুন রহমান (১৩) ও জুহি বেগম(৪০),ভাদেশ্বর পশ্চিমভাগের বিদেশ যাত্রী নুর মোহাম্মদ শাহ আনহার(২৬), রানাপিং এর অনিমা চৌধুরী(১০) এবং  ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুরের মো জিল্লুর রহমান (৪৩)। এছাড়া সুস্থ হয়েছেন একজন। এদিকে, এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৪জন এবং মারা গেছেন ৯ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি