সব
সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে অনুষ্টিত বিএনপি নেতা মাওলানা রশিদ আহমদের জানাযা থেকে ফিরছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানা ও এয়ারর্পোট থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি