সব
গোলাপগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুন) রাত ৯টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গোলাপগঞ্জ থেকে ভাদেশ্বরগামী বাস (সিলেট জ- ১১-০৪২৪) ও ভাদেশ্বর থেকে ঢাকাদক্ষিগামী সিএনজি অটোরিকশা কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় কিছুই জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি