গোলাপগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ৪:০১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গোলাপগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার আনুমানিক বিকাল ৩টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের মুসলিমাবাদ (গন্ডামারায়) বাঘা হাওরের পাড়ে একটি গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশু একই ইউনিয়নের কালাকোনা গ্রামের কুয়েত প্রবাসী ইউনুছ মিয়ার ছেলে।

নিহত শিশুর মামা মুরাক্কিব আহমদের সাথে কথা হলে তিনি বলেন, আমার ভাগনে বেড়াতে এসে খেলার ছলে সকলের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাঘার হাওর পাড়ে একটি গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গর্তের মধ্যে লাশ ভেসে উঠতে দেখা যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি