গোলাপগঞ্জে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি,গোলাপগঞ্জ ;
  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ৫:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গোলাপগঞ্জে একই পরিবারের দু’জনসহ আরও ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

জানা যায়, আক্রান্তদের মধ্যে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের সাবু বেগম (৪৩), ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ গ্রামের আব্দুর রহমান (৩৩) ও একই পরিবারের ফারহানা আক্তার (৩২)। তারা সবাই বিদেশ যাত্রী বলে জানা যায়।

এদিকে নতুন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ৩ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৭ জন। মৃত্যুবরণ করেছেন ৯ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি