সব
গোলাপগঞ্জের লক্ষনাবন্দে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের হাজিপুর গ্রামের সাবেক ইউপি সদস্যের আতিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় ৬-৭ জনের একটি ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান বাড়িতে হানা দেয়। এসময় ডাকাত দলের সদস্যরা পরিবারের সবার হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা, ১২ ভরি সোনাসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি