গোলাপগঞ্জে ছেলের হাতে বাবা খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ জুলাই ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

গোলাপগঞ্জে ২ ছেলের দা-ছুরির কোপে নির্মমভাবে নিহত হয়েছে তোতা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ। শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। এসময় হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃদ্ধকে ২ ছেলে পিটের মধ্যে দাঁড়ালো দা দিয়ে কোপ দেন এবং মাথার মধ্যে ছোরা দিয়ে আঘাত করেন। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তোতা মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সম্পত্তির জেরে এ ঘটনা ঘটতে পারে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি