সব
গোলাপগঞ্জে আরও দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সোমবার (২৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।
জানা যায়, আক্রান্তদের মধ্যে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুল মালিক (৭৫) ও বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের মো. রহিম আহমদ (২৫)।
এদিকে নতুন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করা হবে এবং সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ২ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৬ জন। মৃত্যুবরণ করেছেন ১০ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি