সব
সিলেটের গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আব্দুল জব্বারের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয় করা হয়।
জানাজার পূর্বে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বাহক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, সদস্য নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির আহ্বাহক কমিটির সদস্য মসিউর রহমান মুহি, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান উতু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকুর রহমান,ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ছালিক উদ্দিন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মছলু চৌধুরী,আওয়ামীলীগ নেতা ফরহাদ মোহাম্মদ রুবেন, আবু সুফিয়ান আজম, রুমেল সিরাজ, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ ও উপজেলা ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার রোববার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি